খালিয়াজুরিতে বাল্যবিবাহ প্রতিরোধে সভা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরিতে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনামূলক সভা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনে বেসরকারি সংস্থা সাবলম্বী উন্নয়ন সমিতির ইউনিসেফের এসবিসি প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক তারা প্রসন্ন দেব রায়, শিক্ষক দেলোয়ার হোসেন, স্বাবলম্বীর উপজেলা সুপারভাইজার মহসিন মিয়া প্রমুখ।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।