
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘সকল দলের অংশগ্রহণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন, মার্কিন ভিসানীতি তার জন্য সহায়ক হবে। এই নীতির কারণে বিএনপিতেও চাপ তৈরি করেছে। কারণ বিএনপি এখন আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে গনতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। মানুষ শান্তিতে থাকতে পারছে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। যে কোনো দুর্যোগে আমাদেরকে মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।’
আজ সোমবার দুপুরে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণের উদ্বোধনকালে আহমদ হোসেন এসব কথা বলেন।
পূর্বধলায় সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনের লক্ষ্যে অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুঃস্থ ব্যাক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা বাবদ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন-৩১৮) জাকিয়া পারভীন খানম মনি এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোওয়ানুর রহমান রনি, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান তালুকদার মোশাররফ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম তালুকদার, মিজানুর রহমান মুজিবুর, আহনাফ হোসেন, মুকুল কায়সার আকন্দ, সারোয়ার হোসেন খোকন, নজরুল ইসলাম মন্ডল মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সম্প্রতি ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯৬ টি পরিবারের মাঝে ২শত বান্ডিল ঢেউটিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।