
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদে অভিযান চালিয়ে ৬০০ মিটার চায়না দুয়ারী জাল ও একটি খনা জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এক যৌথ উদ্যোগে মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন যাবৎ প্রশাসনের অগোচরে কিছু অসাধু লোকজন এই নদ থেকে চায়না দুয়ারী ও খনা জাল দিয়ে পোনামাছ ধরছিলেন। পরে মঙ্গলবার সকালে এই নদের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ জাল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলার সহকারি কমিশনার (ভ‚মি) মো. শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে অভিযান চালানো হয়। প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে অবৈধ জাল রেখে দ্রুত চটকে পড়েন লোকজন। পরে পরিত্যক্ত প্রায় দুই লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।