
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শুদ্ধাচার সংশোধিত নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২২-২০২৩ অর্থ বছরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার এর জন্য প্রথম স্থানে মনোনীত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস স্বাক্ষরিত পত্রে জানা গেছে, শুদ্ধাচার পুরস্কার প্রদান সংশোধনী নীতিমালা ২০২১ অনুযায়ী গঠিত ময়মনসিংহ বিভাগীয় বাছাই কমিটির বুধবারের সভার সিদ্ধান্তের আলোকে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে মনোনয়ন দেয়া হলো।
বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আকলিমা আক্তার, এনডিসি মো. মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মাখদূম প্রমুখ।
এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানায়, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি। উল্লেখ্য, নেত্রকোণা জেলা অঞ্জনা খান মজলিশ যোগদানের পর হতে নেত্রকোণা বাসীর উন্নয়ন ও শান্তির লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। কর্মকর্তা ও সহকর্মীদের নিয়ে শুদ্ধাচার রক্ষায় কাজ করে যাচ্ছেন। সর্বোপরি তিনি নেত্রকোণা বাসীর মনজয় করতে সক্ষম হয়েছেন।