
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
রোববার সকালে জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এড: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা মুক্তিযুদ্ধ সংসদ ইউনিট সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান প্রমুখ।
এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ডাকটিকেট উন্মুক্ত করা হয়।