খালিয়াজুরীতে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরীতে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে একটি গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল সকাল ৬টার দিকে অজ্ঞাত মহিলার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরো জানায়, ওই মহিলা মাঝে মধ্যে গাছে নিচে একা একা বসে থাকতো। তিনি অনেকটা অপ্রকৃতস্থ ছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু জানেন না।

খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনস্থলে এসেছেন। মৃতের পরিচয় ও ঘটনার রহস্য উম্মোচনে কাজ চলছে বলে জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।