
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার মদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে কাজী নজরুল ইসলামের জীবনমুখী গানের মাধ্যমে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে নজরুলের প্রেম, বিদ্রোহী ও সাম্যবাদী গানগুলোতে বিশেষ গুরত্ব দেওয়া হয়।
নজরুলের জীবনী, মানুষ, সমাজ ও দেশ কেন্দ্রীয় লেখা কবিতা,গান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশানর (ভূমি) মোঃ শাহনূর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন, উপজেলা শিল্পকলার সহ-সভাপতি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী বাবুল সিরাজুল, শিল্পকলার সহ-সভাপতি মেহেদী হাসান জুয়েল, সাধারণ সম্পাদক এম এ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আজিমুল হক, উপজেলার ফায়ার ষ্টেশন অফিসের সদস্য আসিফ আকবর। যন্ত্রসংগীতে সহযোগীতা করেন শিল্পকলার কোষাধ্যক্ষ ফয়েজ আহম্মদ হৃদয় ও সদস্য ছদ্দু মিয়া।