মদনে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মত বিনিময়

স্টাফ রিপোর্টারঃ  নেত্রকোনার মদনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। মঙ্গলবার উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সিনিয়র সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক পরিতোষ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল হক,সাংবাদিক জাকির হোসেন তালুকদার উজ্জল, আল আমিন তালুকদার প্রমূখ।

 

সভায় ইউএনও শাহ আলম মিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এর সাথে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশ করে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার দাবি জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।