মদনে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

স্টাফ রিপোর্টারঃ   নেত্রকোনার মদনে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএও) মোঃ শাহ আলম মিয়া।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ হোসেন সানোয়ার, খাদ্যগুদাম কর্মকর্তা আবু ছালেক, কৃষক আনোয়া হোসেন প্রমূখ।

 

 

এ বছর ৪৯২ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৭৬ মেট্রিক ধান সংগ্রহ করবে মদন উপজেলা খাদ্যগুদাম। প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এর সাথে ৩ টি মিল থেকে ১০২ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। চলতি বছরের ৩১ শে আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।