
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আওয়াল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক অমিত সরকারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তব্যরা, শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর গ্রেপ্তারের দাবি জানান।