
নেত্রকোনার কলমাকান্দার সিধলী-ঝাঞ্জাইল সড়কের পুরাতন সোমেশ্বরী নদীর উপর পিএসসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম নামে এই ব্রীজের নাম ফলক উন্মোচন করেন।
এ উপলক্ষে বাকলজোড়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি মানু মজুমদার (এমপি) ছাড়াও বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উসমান গণি তালুকদার, সম্পাদক শফিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, দূর্গাপুর পৌরসভার মেয়র আব্দুস সালাম, সাবেক মেয়র জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, দূর্গাপুর যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, দূর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, দূর্গাপুর যুবলীগের সভাপতি আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।