
সালাহ উদ্দিন খান রুবেল: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি’র) স্বদেশ প্রত্যাবর্তন দিবস নেত্রকোণায় পালিত হয়েছে। বুধবার সকালে নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও আওয়ামীলীগের প্রত্যেক সহযোগী সহ অঙ্গসংগঠনের পতাকা উত্তোলন এবং বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, আওয়ামীলীগ নেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ^াস, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ভজন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী, জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুস শহীদ, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি, যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম খান জামী, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল খান পাঠান, পৌর কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হায়দার খান পাঠান প্রমুখ।