
বিশেষ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন নেত্রকোনার-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফৌরদোস আরা ঝুমা তালুকদার। সোমবার দিনব্যাপী উপজেলার লেংগুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঝুমা তালুকদার সাবেক সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে ও বর্তমান দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। গনসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।