কলমাকান্দায় অটোরিকশা ছিনতাইকালে আটক দুই

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাত্রীবেশে ভাড়ায়চালিত অটোরিকশায় উঠে চালক আব্দুল কাইয়ুমকে (১৩) হাত, পা ও মুখে কচটেপ প্যাঁচিয়ে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা ছিনতাইকালে দুই দুর্বৃত্তকে আটক করেছেন এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের মানপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কাইয়ুম নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদীঘি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আর আটকৃত দু’জন হলেন, ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ উপজেলার সড়িষা ইউনিয়নের মাছিমপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ফারুক মিয়া (৩৭) ও একই উপজেলার বিজয়পুর গ্রামের মৃত নিজামুল হকের ছেলে এনামুল (২০)।
কাইয়ুমের বাবা আব্দুল কদ্দুস জানান, গত সোমবার সন্ধ্যায় উড়াদীঘি বাজার থেকে কাইয়ুম চারজন যাত্রী নিয়ে আমবাড়ি বাজারে যায়। ফেরার পথে যাত্রীরাই কাইয়ুমের মুখ ও হাত-পা কচটেপ প্যাঁচিয়ে রাস্তার পাশের একটি ধান ক্ষেতে ফেলে দেয়। পথচারীরা কাইয়ুমের ঘুংরানোর শব্দ শুনে তাকে উদ্ধার করেন। পরে কাইয়ুম অটোরিকশা ছিনতাইয়ের কথা বললে এলাকাবাসী ধাওয়া করে অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর বাবা আব্দুল কুদ্দুস বাদি হয়ে কলমাকান্দা থানায় দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামী ফারুক মিয়া ও এনামুল হক নামের দু’জনকে আটক করে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।