বারহাট্টায় স্কুলছাত্রীর হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে (১৫) হত্যার প্রতিবাদ ও বখাটে কাওছার মিয়ার (১৮) ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার বিকেল ছয়টার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে যুব ইউনিয়ন জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সভাপতি জয় দের সভাপতিত্বে ও সহসভাপতি শরিয়ত উল্লাহের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি নলিনী কান্ত সরকার, সহসাধারণ সম্পাদক কোহিনুর বেগম, সদস্য স্বপন চৌধুরী, আবদুল জলিল, যুব ইউনিয়নের সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

নিহত মুক্তি বর্মণ উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উদীচী বারহাট্টা শাখা কমিটির সাধারণ সদস্য, নারী প্রগতির ইয়ুথ গ্রুপ ও কংস থ্রিয়েটারের সদস্য ছিল। আর অভিযুক্ত কাওছার একই গ্রামের মো. শামসু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাওছার মিয়া দীর্ঘদিন ধরে মুক্তিকে উক্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ি ফেরার পথে মুক্তিকে কুপিয়ে হত্যা করেন কাওছার। পরদিন বুধবার ডিবি পুলিশ গ্রামের একটি জঙ্গল থেকে তাকে আটক করে। ওই নিহতের বাবা বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে কাওছার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।