
বিশেষ প্রতিনিধি: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান বলেছেন, শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। সরকার মালিক শ্রমিকদের মধ্যে সু-সম্পর্ক স্থাপন, নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রমিকদের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়কে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবিলক হলে জেলা সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সড়কে কেউ ক্ষমতাসীন দলের বা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা হয়রানি করলে তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা নিতে হবে। সড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধকল্পে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানা তিনি।
জেলা সিএনজি চালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান, শ্রম অধিদপ্তরের উপপরিচালক রাকিবুল হাসান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আশরাফ আলী সরকার, জেলা ট্রাক মালিক মালিক সমিতির সভাপতি একেএম আজাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার আল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিক খান।
সভায় আগামী জুন মাসের প্রথম সপ্তাহে জেলা সিএনজি চালক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।