
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে সারা দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিচ্ছে। সেই নির্দেশনা অনুযায়ী নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছে।
বুধবার নায়েকপুর ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন হাওরে হেলাল মিয়া নামের এক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা। এতে নেতৃত্ব দেয় মদন উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য হৃদয় আহম্মেদ আহাদ।
ধান কেটে দেওয়া প্রসঙ্গে হৃদয় আহম্মেদ আহাদ বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। এতে আমাদের নির্দেশনা দিয়েছে মদন উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক টিপু ইসলাম সোহাগ।’
এ বিষয়ে মদন উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক টিপু ইসলাম সোহাগ জানান, ‘দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকাতেও কৃষকের ধান কেটে সহায়তা করেছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।’