মদনে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনায় মানববন্ধ

স্টাফ রিপোর্টারঃ  নেত্রকোনার মদন উপজেলার মহিউদ্দিন মার্কেটে ব্যবসায়ীর উপর হামলা ও টাকা লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসদরের প্রধান সড়কে মার্কেট মালিক ও বণিক সমিতির লোকজন এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর একরি স্মারকলিপি পাঠানো হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মার্কেট মালিক সমিতির সভাপতি আল মনসুরুল আলম আরিফ, মার্কেটের বনিক সমিতির সভাপতি মোঃ আল আমিন তালুকদার, হামলায় আহত পিয়েল প্রমূখ।

 

বক্তরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কে এম টেইলার্স এবং মিল্টন টেইলার্স এর দোকানে হাবিব তালুকদার তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাংচুর করে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এতে বাঁধা দিলে দোকান মালিক মিল্টন ও পিয়েল মিয়াকে মারধর করে। এ নিয়ে দোকানের মালিকের বাবা মোঃ আবুল কালাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা শুক্রবার দোকান বন্ধ রাখে এবং মানববন্ধন করে। মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর একখানা স্মারকলিপি ইউএনও তানজিনা শাহরীন এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।