কলমাকান্দায় ৯০ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৯০ বস্তা (৪৫০০ কেজি) ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের চান্দুয়াইল এলাকা থেকে ভারতীয় চিনি ভর্তি দুটি পিকআপসহ তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মারফ আহমেদের ছেলে কাওসার মিয়া ও ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার আব্দুর গফুরের ছেলে বাচ্চু মিয়া। পরে মঙ্গলবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার বিকালে উপজেলার লেংগুরা সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আনা দুটি পিকআপ ভর্তি ভারতীয় চিনি নেত্রকোনা জেলা শহরে পাচার হচ্ছে। এ বিষয়টি স্থানীয় এক ব্যাক্তি হ্যালো এসপিতে কল দেয়। পরে কলমাকান্দার থানার এসআই মো. আরাফাত ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দুয়াইল এলাকা থেকে চিনি ভর্তি পিকআপসহ তাদেরকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদেরকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।