নেত্রকোণায় নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, ক্ষুদ্র ও কুঠিরশিল্পসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালীর নেতৃত্ব বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়।
পরে পুরাতন কালেক্টর মাঠে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, শতদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্নাঢ্য র‌্যালী, সংগীত, নৃত্য, আবৃত্তি, রাখি বন্ধন ও আলোচনার মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।