
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ২ হাজার ৬০০ অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
শনিবার উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে এসব ঈদসামগ্রী অসহায়-হতদরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয়। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, চিনি, তেল, গুঁড়ো দুধ, সেমাই, নুডলস ও সাবান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা এডভোকেট এমএ মজিদ, নাজিম উদ্দিন, বুধুয়েল চিসিম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোজাম্মেল হক, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা।
সংসদ সদস্য মানু মজুমদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দলীয়ভাবে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে অসহায়-হতদরিদ্র মানুষের হাতে উপহার হিসেবে ঈদসামগ্রী তুলে দিচ্ছি।