কলমাকান্দায় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে অনুদানের চেক বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৭০ জন প্রতিরোধ যোদ্ধার মধ্যে ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীনসহ দলীয় নেতাকর্মীরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।