মদনে বোরো ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার মদন উপজেলার হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। আগাম জাতের ব্রি-২৮ ধানে এবার নেক ব্লাস্টার (ছত্রাক জনিত) রোগের আক্রমনে কৃষকরা অনেকটা ক্ষতির মুখে পড়েছেন। তবুও উৎসব মূখর পরিবেশে হাওরের কৃষকরা ধান কাটা শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে আগাম জাতের ধান কাটা শেষ করতে পারবে বলে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করেছেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্য মাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ হয়েছে। আগাম জাতের ধান হিসাবে ২ হাজার ৬৩৭ হেক্টর জমিতে ব্রি ধান-২৮ রোপন করেন চাষীরা। আবাদ হওয়া ব্রি ধান-২৮ জাতের ধানে এবার নেক ব্লাস্টার (ছত্রাক জনিত) রোগের আক্রমনে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। তবে সময় মতো কীটনাশক ব্যবহারের ফলে অনেকটা ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছেন কৃষকরা। আগামী এক সপ্তাহের মধ্যে আগাম জাতের ধান কাটা শেষ করতে পারবে বলে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করেছেন।

 

মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন,‘উৎসব মূখর পরিবেশে মদন উপজেলার কৃষকরা বোরো ধান কাটতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আগাম জাতের ধান কাটা শেষ হয়ে যাবে। সরকার কৃষকদের হার্ভেস্টার মেশিন দেওয়ায় কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পারছেন। এর সাথে কৃষকদের খরচও অনেকটা কমে গেছে।

 

তিনি আরো বলেন,‘ এ বছর অধিক ফলনের আশায় অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ ও আবহাওয়া জনিত কারণে এ বছর ব্রি-২৮ ধানে নেক ব্লাস্টার রোগ আক্রমণ করেছে। সময় মতো কীটনাশক ব্যবহারের ফলে অনেক জমির ক্ষতি কম হয়েছে। কিছু কিছু জমির ধানে চিটাও হয়েছে।

 

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।