পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ জন নেতা আটক

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারসহ অন্তত ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সদরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া অন্য নেতারা হলেন, ওই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার, সাবেক সভাপতি আবদুল আজিজ, জেলা বিএনপির সদস্য আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ওরফে হলুদ, যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান ওরফে বাদশা, উপজেলা ছাত্রদলের যুগম আহ্বায়ক সোলেমান কবীর ওরফে পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. সেলিম মিয়া প্রমুখ।

জেলা বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা। এ লক্ষ্যে গতকাল শুক্রবার রাতে পূর্বধলা উপজেলা বিএনপি রেলগেট এলাকায় সভা করে। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ জন নেতাকে আটক করে। পরে থানার উপপরিদর্শক (এস আই) মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে আটক ১৩ জনের নামসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অর্থোপেডেকিস চিকিৎসক অধ্যাপক মো. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতি’ বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যে উধ্বগতি, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান কর্মসূচি ডাকা হয়। যুগপৎ এই আন্দোলকে বাধাগ্রস্থ করতেই সরকার রাষ্ট্রযন্ত্র পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের পদবিধারী অন্তত ১৩ জন নেতাকে গ্রেপ্তার করে। এতে করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না। তিনি আটক হওয়া বিএনপির ১৩জন নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ শনিবার দুপুরে বলেন, ‘অভিযান চালিয়ে বিএনপির ১৩ জনকে আটক করা হয়। তারা শুক্রবার রাতে মিলিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।