দুর্গাপুরে ১৪৪ বোতল মদসহ আটক-৩

দুর্গাপুর প্রতিনিধি. নেত্রকোণার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৪৪ বোতল মদসহ ৩ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে মদসহ আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের শহিদ মিয়া (২৫), পূর্ব নলুয়াপাড়া গ্রামের হযরত আলী (২৩) ও নলুয়াপাড়া গ্রামের লিটন মিয়া (৩৫)।

এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়িতে থেকে ভারতীয় ১৪৪ বোতল মদসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।