নেত্রকোণায় এক সপ্তাহে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০৫ জন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় গত এক সপ্তাহে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত, চোরাকারবারি, মাদক কারবারি, জুয়াড়ি, সাজাপ্রাপ্ত আসামিসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ এ তথ্য জানান।

এসব অভিযানে ৩৫০ কেজি ভারতীয় সুপারি, ৪৩ বোতল ভারতীয় মদ, একটি চুরি যাওয়া ট্রলি, একটি অটোরিকশা, ৭১ বোতল ফেনসিডিল, ১০টি ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার কাজে যে বা যারাই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান, ডিবির (পশ্চিম) ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।