কেন্দুয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের জামা, শুকনো খাবারসহ তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া ১৩টি পরিবারকে নগদ তিন হাজার করে টাকা তুলে দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর একটার দিকে চৌকিধরা নয়াপাড়া এলাকায় রুবেল মিয়ার বাড়িতে আগুন লাগে। পরে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পাশের কয়েকটি গ্রামসহ এলাকাবাসীর প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাগুলোতে রাস্তাঘাট না থাকায় দমকল বাহিনী গাড়ি নিয়ে আসা সম্ভব হয়নি। আগুনে রুবেল মিয়া, তোতা মিয়া, মো. বজলু মিয়া, সাইকুল ইসলাম, জবরিন মিয়া, জজ মিয়া, সবুরা আক্তার, মানিক মিয়াসহ ১৩টি পরিবারের অন্তত ১৮টি ঘর পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ঘরসহ সব কিছু পুড়ে যাওয়ার পর পরিবারগুলো নিঃশ্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ রুবেল মিয়া জানান, আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। শুধু পাণে বাঁচিয়েছি। আগুনে সব কিছু শেষ হয়ে গেছে। তাদের দাবি, ক্ষতির পরিবার প্রায় অর্ধ কোটি টাকা হবে। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিবারগুলোর মাঝে পোশাক, খাবারসহ আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়া।

 

আগুনে ঘরসহ সব কিছু হারিয়ে গৃহিণী চম্পা আক্তার বলেন, ‘আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে পাশের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছি। প্রশাসন এখনো সহযোগিতা করেনি। দেলোয়ার হোসেনে যে সহযোগিতা করেছেন তা খুব উপকার হয়েছ

। এই টাকায় কিছু খাবার আর হাঁড়ি-পাতিল কিনব।’

এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।