
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় আনসার ও ভিডিপির ক্লাব সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের চাঁনপুর রোড এলাকায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর মামুদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল, ওই সমিতির সভাপতি মো. মোসলেম উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিমসহ ক্লাবের সদস্যরা।
সভার প্রধান অতিথি মো. নুর মামুদ সদস্যদের সাথে কুশন বিনিময় করে তিনি ক্লাব সমিতির সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতি মো. মোসলেম উদ্দিন খান জানান, আনসার ও ভিডিপি ক্লাব সমিতিটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে ক্লাবটি নতুন ভাবে যাত্রা শুরু করে। তারই আলোকে ইতিমধ্যে কৃষি ব্যাংক কলমাকান্দা শাখায় একটি হিসাব খোলা হয়েছে। বর্তমানে ক্লাবের সার্বিক কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে।
সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম জানান, ক্লাব ঘরটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক মহোদয়ের আর্থিক সহযোগিতা পেলে ক্লাবটি দ্রæত মেরামত করা সম্ভব হবে। তাহলে ক্লাবের সদস্যরা উপকৃত হবে।