কলমাকান্দায় পুলিশের অভিযানে ছয় জুয়াড়ি আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি ও খারনৈ ইউনিয়নের সুন্দরীঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ১৯০ টাকা উদ্ধারসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, সাজ্জাদ হোসেন সাজু, তাইজ উদ্দিন, আলমাছ মিয়া, বাবুল মিয়া, হারুন মিয়া ও বাবুল মিয়া।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) জানান, জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।