মোহনগঞ্জে হতদরিদ্র ৭০১ জন নারীকে ৬৩ লাখ টাকা প্রদান

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাঘান ও তেতুলিয়া ইউনিয়নের ৭০১ জন সহায়সম্বলহীন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জনপ্রতি ৯ হাজার করে মোট ৬৩ লাখ ৯ হাজার টাকা প্রদান করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির হোসেন আকঞ্জি এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাতা সংস্থা এসডিএফের জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি এছাড়াও বক্তব্য দেন, মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লতিফুর রহমান, এসডিএফের উপব্যবস্থাপক মাসুদ পারভেজ, স্পেশালিস্ট নুরুল হুদা চৌধুরী, আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসেন, জেলা ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।