নেত্রকোণায় ৪৫২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোণায় ৪৫২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বিকেলে শহরের মোক্তারপাড়া পাবলিক হলে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. অসীত সরকার সজল, নেত্রকোণা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা এড আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড শামসুর রহমান লিটন,জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল আমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রমুখ।
এ সময় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।