
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সোয়া ৪ কোটি টাকা ব্যায়ে চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এসব কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ^াস, উপজেলা ছাত্র লীগের আহবায়ক সোহেল রানা প্রমুখ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চারটি রাস্তার সাড়ে ৩ কিলোমিটার উন্নয়ন কাজ সোয়া চার কোটি টাকা ব্যায়ে শুরু হয়েছে। রাস্তাগুলো হল-বরুয়াকোনা বাজার থেকে পাতলাবন সড়ক, রহিমপুর বাজার থেকে নলছাপ্রা ভায়া লেংগুরা মেইন সড়ক, গোবিন্দপুর বাজার থেকে চেংখালী সড়ক, রামপুর থেকে নলছাপ্রা মিশনারি সড়ক।