
বিশেষ প্রতিনিধি: “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা” শ্লোগান নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা ও শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী উপস্থাপন করা হয়। সোমবার দুপুরে নেত্রকোণা পি.টি.আই প্রাঙ্গণে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় জেলা শিক্ষা অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র মো.নজরুল ইসলাম খান প্রমুখ।
মেলায় জেলার ১০ উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে অস্থায়ী স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণের প্রদর্শনী করা হয়।