নেত্রকোণায় উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক সেমিনার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে সোমবার সকালে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শহরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হল মিলনায়তনে পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত করা হয়।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। অন্যানোর মধ্যে বক্তব্য দেন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন, চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহাবুব উল মজিদ, মদনপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দীলিপ প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।