বাঁধভাঙা জোয়ারের মতো নেত্রীর জন্য ছুটছে মানুষ

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ৩টায় বিভাগীয় শহর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই জনসভায় যোগ দিতে শনিবার সকাল থেকেই নেত্রকোণার চারটি রেলস্টেশনে স্রোতের মতো ছুটে আসছেন মানুষ। এ যেন বাঁধভাঙা জোয়ার। ঈদ উৎবের মতো জনসভায় ছুটে গেছে মানুষ। ময়মনসিংহের জনসভা সফল করতে নেত্রকোণার রেলপথে চলেছে চারটি বিশেষ ট্রেন। এছাড়াও ২ শতাধিক বাসে জেলার ১০ উপজেলা থেকে জনসভায় যোগ দিয়েছেন নেতাকর্মীরা ।
নেত্রকোণা জেলা আওয়ামীলীগের নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা চারটি স্পেশাল ট্রেন ছাড়াও ময়মনসিংহগামী কমিউটার, আন্তঃনগর হাওর, মহুয়া এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহে গেছেন। ৪ টি স্পেশাল ট্রেন ২ শতাধিক বাস বোঝাই হয়ে ৪০-৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন।

নেত্রকোণা পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী বলেন, নারী-পুরুষ মিলে জন সভায় যোগ দিতে ছুটে যাচ্ছেন। নেত্রীকে এক নজর দেখতে গ্রামাঞ্চল থেকে লোকজন সভাস্থলে ছুটে যাচ্ছেন। আশা করি তিনি আসন্ন নির্বাচন নিয়ে নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙা হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান (ভিপি লিটন) বলেন, আমরা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে একমাস ধরে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছি। ৪ টি ট্রেন ও ২শতাধিক বাস করে ৩০-৩৫ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দিয়েছেন। দলীয় নেতাকর্মীরা ঈদ উৎসবের মতো ছুটে গেছেন দলীয় প্রধানের নির্দেশেনা শুনতে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।