
স্টাফ রির্পোটার. নেত্রকোণার আটপাড়ায় বাসচাপায় আজাহারুল ইসলাম (৪৪) ও চায়না চৌধুরী (৩৪) নামের এক দম্পতি নিহত হযেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-মদন সড়কের মাটিকাটা-কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতির গ্রামের বাড়ি জেলার খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাও গ্রামে। ওই দম্পতির একমাত্র কন্যা ফারিয়া আক্তার চৌধুরী (৯) গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নান্টু খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আজাহারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে খালিয়াজুরির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মাটিকাটা-কৃষ্ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।