দুর্গাপুরে ইউপি’র উপ-নির্বাচনে ৩ প্রার্থীর প্রতীক চূড়ান্ত

দুর্গাপুর প্রতিনিধি: আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের উপ-নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাই ও প্রত্যাহার পর্ব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিক বরাদ্দের দিনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

এতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার (মোটরসাইকেল), অপর স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২,১৬৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১১,৩৫৬ জন ও মহিলা ভোটার ১০,৮১১ জন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল।

উল্লেখ্য, গত ২৮ নভেন্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। গত ১০ জানুয়ারী ২০২৩ শ্বাসকস্ট জনিত কারণে মারা যাওয়ায় শূন্য পদে আগামী ১৬ মার্চ ২০২৩ ওই ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।