
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় ২৪ বোতল ভারতীয় মদসহ সুরুজ আলী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সুরুজ আলী উপজেলার ধীতপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাপুর এলাকা থেকে সুরুজ আলীকে আটক করা হয়। রোববার দুপুরে আটককৃত সুরুজ আলীকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।