কলমাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।