নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি-আহমদ হোসেন

বিশেষ প্রতিনিধি: আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব–সংকটে পড়বে। দলের মধ্যে ভাঙন দেখা দেবে। বিএনপি যদি সংবিধান ও গণতন্ত্র বিশ্বাস করে, তবে নির্বাচনে আসবে। আর নির্বাচনে কোন দল অংশ নেবে, কোন দল নেবে না তা আওয়ামী লীগের বিষয় না। গণতন্ত্রের ধারা অব্যাবহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এসব কথা বলেন। খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আহমদ হোসেন বলেন, ‘বিএনপি এখন শুধুই নালিশ ও মিথ্যাচার করে বেড়াচ্ছে। তাদের মনের জোর এখন নাই। মানুষের মনের জোর যখন কমে যায় তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি ও ফখরুলের গলার জোর বেড়ে গেছে। তবে লাফালাফি যাই করুক বিএনপিকে আর কখনো জনগণ ক্ষমতায় বসাবে না। কারণ, তাদের স্বভাব জনগণ জানে। দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে, যা আগে কেউ করেনি। তাই জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন।

খলিশাউড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ খাঁর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আহনাফ হোসেন, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভীন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।