
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সায়মা ওয়াজেদ পুতুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এ খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ইলিয়াস, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মাসুদ কবীর, নাজমুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আওয়াল মিয়া, টিপু সুলতান, উপজেলা কৃষক লীগের সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, উপজেলা উলামা লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এ ফাইনাল খেলায় অংশ নেন বঙ্গবন্ধু পাঠাগার বনাম ড্রিম তাস। ব্যাপক উত্তেজনাপূর্ণ ম্যাচে ড্রিম তাস বঙ্গবন্ধু পাঠাগারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে খেলোয়ারদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও প্রবীর সরকার প্রদীপ।