কলমাকান্দায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম, কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, ওবায়দুল হক, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আনিছুর রহমান বাবুল, শফিকুল ইসলাম, সাইদুর রহমান ভ‚ইয়া, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, উপজেলা পূজা উপযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাশ, বিজিবি প্রতিনিধি রফিকুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, প্রভাষক রাজন সাহা রূপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।