কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এসময় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, এমপি পত্নী ক্যামেলিয়া মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূরে আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।