নেত্রকোণায় উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষে টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় সদর উপজেলা হলরুমে এই সভা করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ)জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকলিমা খাতুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ। সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।