দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্প স্তবক অর্পন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৩দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. দুলাল চন্দ্র পন্ডিত, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার, প্রভাষক আব্দুর রাশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুল হান্নান, আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।