কলমাকান্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলমাকান্দা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস।
এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী র্কমকর্তা আসাদুজ্জামান, নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আওয়াল মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আনিসুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, উপজেলা উলামা লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আলোচনা সভাসহ দিনভর নানা আয়োজন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।