
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার এক কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, আসামি আবুল কাশেম ও ভিকটিম (১৭) নেত্রকোণা জেলার পূর্বধলার উপজেলার একই গ্রামের বাসিন্দা। আসামি কাশেম ভিকটিকে প্রায়ই রাস্তাঘাটে চলাফেরার সময় ইভ টিজিং করত। ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা দাওয়াত খেতে আত্মীয়র বাড়িতে যাওয়ায় ভিকটিম বাড়িতে একাই ছিল। সেই সুযোগে আসামি ভিকটিমের বাড়িতে ঢুকে তিন সহযোগীর সহায়তায় ধর্ষণ করেন। ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আসামি সেকেন্দার আলীকে মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অপর দুই আসামি আবুল কালাম ও সিদ্দিকুর রহমানকে আদালত বেকসুর খালাস এবং আবুল কাশেমকে যাবজ্জীবন সাজা দেন।
র্যাবের দাবি, গ্রেপ্তার করা আসামি আবুল কাশেম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।