
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসব মঙ্গলবার উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন বাংলাদেশের খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ ও কবি পাপড়ি রহমান।
শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় সকাল নয়টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে উৎসব উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয়ের উপাচায গোলাম কবীর।
এরপর সকাল ১০টায় শোভাযাত্রা শেষে জেলা উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতনের পরিবেশনায় ‘বসন্ত বন্দনা অনুষ্ঠিত হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঁশির সুর, তবলার লহরি, স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ। ‘আধুনিক বাংলা কবিতা: প্রকার-প্রকৃতি-প্রবণতা’, রবীন্দ্রোত্তর বাংলা ছোট গল্প: বিষয় ও ভাষা বৈচিত্র্য’, ফেইসবুক সাহিত্য: গতি-প্রকৃতি-পর্যালোচনা’। সন্ধ্যায় রাকিব আহমেদ বাবু নির্মিত তথ্যচিত্র ‘ওস্তাদ গৌরাঙ্গ আদিত্য’।
অনুষ্ঠানে নেত্রকোণা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা প্রতিবছর উৎসবে যোগ দেন। পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার। আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, প্রাবন্ধিক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক।
নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয়।