
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ ৪ জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মলমগাড়ি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুরুজ মিয়ার ছেলে জসিম উদ্দিন (২১), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনির (১৮), হেমায়েত হোসেনের ছেলে রুবায়েত হোসেন বাঁধন (১৮) ও গাড়ি চালক একই উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের মৃত আনিস উদ্দিনের ছেলে ফায়েজ (৩৯)।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লেংগুরা ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে চোরাকারবারিরা একটি মলম গাড়ি করে ভারতীয় মদ নিয়ে যাচ্ছে বলে খবর পায় কলমাকান্দা থানা-পুলিশ। খবর পেয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসাইনসহ একটি পুলিশ দল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালান। পরে সেখান থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ ৪ জন চোরাকারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মলমগাড়ি জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ ৪ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি মলমগাড়িও জব্দ করা হয়। সকাল ১১ টার দিকে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।