
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচীর আওতায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা গ্রামে সাবিনা রেমার জমি হইতে বেলিচা হাজং এর জমি পর্যন্ত ৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কারিতাসের মাঠ কর্মকর্তা অসিত নাবাল, প্রকল্পের প্রকৌশলী যতীন মরমু, রিফাত আকন্দ, সুপারভাইজার সনদ দ্রং, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লোয়েল লংমিন, ইউপি সদস্য হাদিউল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মো. শাহাবুদ্দিন প্রমূখ।