কলমাকান্দায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত কাজের উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচীর আওতায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা গ্রামে সাবিনা রেমার জমি হইতে বেলিচা হাজং এর জমি পর্যন্ত ৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কারিতাসের মাঠ কর্মকর্তা অসিত নাবাল, প্রকল্পের প্রকৌশলী যতীন মরমু, রিফাত আকন্দ, সুপারভাইজার সনদ দ্রং, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লোয়েল লংমিন, ইউপি সদস্য হাদিউল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মো. শাহাবুদ্দিন প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।